শনিবার তুরস্কে অনুষ্ঠিত ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’-এর অবসরে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই সম্মতি জানায় রোমানিয়া। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমিল হুরেজেয়ানু এ বিষয়ে সম্মতি প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বৈধ অভিবাসন সহজ করতে উভয় দেশের মধ্যে অভিবাসন ও মানুষের চলাচল সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয় এবং বাংলাদেশ এ প্রস্তাবে সম্মতি জানিয়েছে।
দুই দেশ কৃষি, অটোমোবাইল, রেল শিল্প, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে।
রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা বজায় রাখতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও দিয়েছে।
বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা হয়। এতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার তুরস্কের আনাতোলিয়ায় তিন দিনব্যাপী ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’ শুরু হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফোরামের আয়োজন করে।
এতে বিশ্বনেতা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় ৪ হাজারের বেশি অতিথি অংশ নিচ্ছেন। ফোরামে ২০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান, ৫০ জনের বেশি পররাষ্ট্রমন্ত্রী, ৭০ জনের বেশি মন্ত্রী এবং প্রায় ৬০টি আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধি অংশ নিয়েছেন।
0 মন্তব্যসমূহ