Header Ads Widget

Responsive Advertisement

রাফাহ দখলে নিয়েছে ইসরায়েল, গাজা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন শহরটি



স্কাইলার্ক হলিডে বাংলা নিউজ :আন্তর্জাতিক ডেস্ক | ১২ এপ্রিল ২০২৫

ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরের দখল নিয়েছে। এতে শহরটি গাজার বাকি অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (১২ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, গাজার দক্ষিণাঞ্চলের কৌশলগত মোরাগ করিডোর দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। করিডোরটি দখলের ফলে রাফাহ শহর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এটিকে ‘ইসরায়েলি নিরাপত্তা অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এক বিবৃতিতে কাটজ বলেন, “এটাই হামাসকে উৎখাত এবং সব জিম্মিকে মুক্ত করার শেষ সুযোগ। তা না হলে যুদ্ধ পুরো গাজায় ছড়িয়ে পড়বে।” তিনি আরও জানান, গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আরেক কৌশলগত পথ নেতজারিম করিডোরও সম্প্রসারিত করা হবে। এই পথটি গাজা উপত্যকাকে উত্তর ও দক্ষিণে ভাগ করে এবং যুদ্ধবিরতির সময় এটি কিছুদিনের জন্য ছেড়ে দিলেও এখন আবার ইসরায়েলি সেনারা তা পুনর্দখলে নিয়ে ব্যবহার করছে।

কাটজ দাবি করেন, “যেসব ফিলিস্তিনি গাজা ছেড়ে যেতে চান, তাদের জন্য পারাপারের ব্যবস্থা থাকবে।” তিনি এই প্রসঙ্গে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনার কথাও স্মরণ করিয়ে দেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জনের বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলি অবরোধের কারণে আহতদের চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ