Header Ads Widget

Responsive Advertisement

আবগারি মামলা: ১৮ মাস পর জামিন পেলেন দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী



স্কাইলার্ক হলিডে বাংলা নিউজ : অবশেষে জামিন পেলেন দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। আবগারি (মদ) নীতি মামলায় দীর্ঘ ১৮ মাস ধরে কারাগারে বন্দী আছেন আম আদমী পার্টির (আপ) এ নেতা। 
শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেছে। 
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সিসোদিয়া আজ সন্ধ্যায় জেল থেকে ছাড়া পেতে পারেন।  
আবগারি দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সিসোদিয়া। তার পরে একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ করে আদালত। সিবিআইয়ের পর একই মামলায় ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতেও গ্রেপ্তার হন তিনি। 
এর আগে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত। সিসোদিয়ার বিরুদ্ধে আনা ৩৩৮ কোটি রুপির দুর্নীতির অভিযোগ আংশিকভাবে প্রমাণিত হয়েছে বলেও জানিয়েছিলো শীর্ষ আদালত। 
তবে গেলো অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট জানায়, আগামী ছয় থেকে আট মাসের মধ্যেই এই বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। যদি ধীর গতিতে বিচার এগোয় তাহলে ফের জামিনের আবেদন করতে পারবেন এ আপ নেতা। এরই ধারাবাহিকতায় অবশেষে শুক্রবার জামিন পেলেন তিনি। 
এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বি আর গাভাই এবং কেভি বিশ্বনাথন বলেন, আপ নেতাকে দ্রুত বিচার দেয়ার কথা ছিলো। এখন যদি আবার ট্রায়াল কোর্টে পাঠিয়ে দেয়া হয় তাহলে সেটা ন্যায়বিচারের পরিপন্থী হবে। 
এদিকে সিসোদিয়ার জামিনের খবর প্রকাশ্য়ে আসতেই মিষ্টি বিতরণ শুরু করেন আপ কর্মী-সমর্থকরা। 
দলের সাংসদ সঞ্জয় সিং বলেন, কেন্দ্রের স্বৈরাচারী সরকারকে এটা যোগ্য জবাব। দীর্ঘদিন ধরে জেলে বন্দি থাকার পরে সিসোদিয়া মুক্তি পেয়েছেন। একইভাবে অরবিন্দ কেজরিওয়ালও মুক্তি পাবেন বলেই আশাবাদী তিনি। 

এর আগে চলতি বছরের মার্চ মাসে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার করা হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  

কেজরিওয়াল এবং সিসোদিয়া দুই আপ নেতাই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তারা বলছেন, ক্ষমতাসীন বিজেপি সরকার রাজনৈতিকভাবে ঘায়েল করতেই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। 

একাত্তর অনলাইন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ