Header Ads Widget

Responsive Advertisement

সন্ত্রাস দমনে তিন সীমান্তবর্তী অঞ্চলে রুশ অভিযান



স্কাইলার্ক হলিডে বাংলা নিউজ :রুশ সীমান্তবর্তী কুরস্ক, ব্রায়ানস্ক এবং বেলগোরোদ অঞ্চলে জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং কিয়েভ সরকার কর্তৃক সন্ত্রাসী হামলা বন্ধ করতে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি।

স্থানীয় সময় শুক্রবার সন্ত্রাসবিরোধী কমিটির চেয়ারম্যান এবং রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিসের ডিরেক্টর আলেকজান্ডার বোর্টনিকভ এ ঘোষণা দেন। খবর ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স২৪'র। 

আলেকজান্ডার বোর্টনিকভ বলেন, কিয়েভ সরকার আমাদের দেশের বেশ কয়েকটি অঞ্চলে পরিস্থিতি অস্থিতিশীল করার একটি নজিরবিহীন চক্রান্ত করছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ইউনিট দ্বারা কুরস্ক অঞ্চলের ভূখণ্ডে সন্ত্রাসী হামলায় বেসামরিক নাগরিক হতাহত ও তাদের বাড়ি-ঘর এবং অন্যান্য স্থাপনা ধ্বংস হয়েছে। বাড়ি ও অন্যান্য বেসামরিক স্থাপনাসহ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসবিরোধী পাল্টা অভিযান চলবে। 

কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, গেলো ৯ আগস্ট থেকে বেলগোরদ, ব্রায়ানস্ক এবং কুরস্ক অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে।

সংস্থাটি বলেছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত, আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের কবল থেকে স্থাপনাগুলোর সুরক্ষা জোরদার করার পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে সন্ত্রাসবাদ দমনের অংশ হিসেবে রুশ সরকার সীমান্তবর্তী অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ এলাকায় সরিয়ে নিতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

এর আগে গেলো মঙ্গলবার ওইসব অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। বুধবারেও হামলার ঘটনা ঘটেছে। এর জেরে সীমান্তবর্তী অঞ্চলে জরুরি অবস্থা জারি করে রুশ কর্তৃপক্ষ।

সূত্র-একাত্তর অনলাইন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ