Header Ads Widget

Responsive Advertisement

বুবলী বললেন, পুরো মার্চ মাসটাই বাবা-ছেলে নিয়ে নিয়েছে



স্কাইলার্ক হলিডে বাংলা নিউজ :

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন ছিল গতকাল। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে প্রশংসা করেন তার দুই প্রাক্তন স্ত্রী, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বুবলী। এবার বিশেষ আয়োজনের মধ্য দিয়ে শাকিবের দুই ছেলে, আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর, তাদের বাবার জন্মদিন উদযাপন করেছে।

শুক্রবার মধ্যরাতে বীরের মা বুবলী নিজের ফেসবুকে কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে খুনসুটিতে মেতে আছেন শাকিব খান।

ভিডিওতে দেখা যায়, বীরের পক্ষ থেকে একটি নীল-সাদা কেক কাটেন শাকিব। কেকের ওপরে লেখা ছিল "হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা।" এরপর কেক কেটে বীরকে তা খাইয়ে দেন শাকিব।

পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, "পুরো মার্চ মাসটাই বাবা-ছেলে মিলে জন্মদিনের সেলিব্রেশনে, মনে হচ্ছে যেন ‘এস কে মাস’!"

বুবলীর এই পোস্টে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকে শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং বাবা-সন্তানের সুন্দর মুহূর্তের প্রশংসা করেন।

এর আগে, শাকিবের জন্মদিনে অপু বিশ্বাস ও বুবলী দুজনেই সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। এই সময় প্রাক্তন স্বামীকে তারা আলাদা বিশেষণে সম্বোধন করেন— অপু বিশ্বাসের কাছে শাকিব হলেন "শাহরুখ খান", আর বুবলীর কাছে তিনি "মহারাজা"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ