Header Ads Widget

Responsive Advertisement

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টও জব্দ



স্কাইলার্ক হলিডে বাংলা নিউজ : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তার স্ত্রী লুৎফুল তহমিনা খান, মেয়ে শাফিয়া তাসনিম খান ও ছেলে সাফি মুদাচ্ছের খানের অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। এছাড়া তাদের কোনো ব্যবসায়িক হিসাব পরিচালিত হলে তাও ফ্রিজ করতে হবে। অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় এ ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।
আজ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। ১২ আগস্ট সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুখমিলা জামান চৌধুরী, সন্তান বা ব্যবসা প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দেওয়া হয়। একই দিন তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী শারমিন মুশতারীর অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। গত ১১ আগস্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ পরিবারের অ্যাকাউন্ট ফ্রিজ করে সংস্থাটি।
চিঠিতে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার পরিবারের সদস্য ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থাকলে তাও স্থগিত করতে হবে। অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে তারা আর এসব ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। তবে টাকা জমা করা যাবে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি যেমন– হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী আগামী ৫ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।

সূত্র - দৈনিক সমকাল 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ