তবে তার ভক্ত অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, কেন ডিভোর্সের পর আর দ্বিতীয় বিয়ে করেননি কারিশমা। তবে এই বিষয়ে এক সাক্ষাৎকারে তার বাবা রণধীর কাপুর বলেন, আমি ওকে দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো জোর করিনি। আমার মনে হয় না যে সে দ্বিতীয়বার বিয়ে করতে চায়। তবে সে যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে আমি খুশি হবো। পাশেও থাকবো। তিনি আরও বলেন, মা হিসেবে কারিশমার কোনো তুলনাই হয় না। আমি জানি ও তার সন্তানদের নিয়েই সুখী। বর্তমানে কারিশমার দুই সন্তান রয়েছে। ২০০৫ সালে জন্ম নেয় আদাইরা আর ২০১০ সালে জন্ম নেয় কিয়ান। দুই সন্তানকে নিয়ে একাই জীবন কাটাচ্ছেন তিনি। আর এই সন্তানদের ভালোভাবে দেখভালের জন্যই এখন অবধি আর বিয়ে করেননি কারিশমা।
সূত্রঃ মানবজমিন
0 মন্তব্যসমূহ