Header Ads Widget

Responsive Advertisement

যে কারণে আর বিয়ে করেননি কারিশমা



স্কাইলার্ক হলিডে বাংলা নিউজ :বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। একসময় বলিউডের প্রথম সারির সব অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। অনেক হিট-সুপারহিট সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। ২০০৩ সালে ব্যাবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। কিন্তু তার বিবাহিত জীবন মোটেই সুখের ছিল না। সঞ্জয় তার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। ২০১৬ সালে আলাদা হয়ে যান সঞ্জয় ও করিশমা। ছেলে-মেয়েকে নিয়ে কারিশমা চলে আসেন কাপুর পরিবারেই। তারপরেই ২০১৭ সালে ফের বিয়ে করেন সঞ্জয়। তবে বিবাহিত জীবন নিয়ে কখনো ক্যামেরার সামনে মুখ খোলেননি কারিশমা।
তবে তার ভক্ত অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, কেন ডিভোর্সের পর আর দ্বিতীয় বিয়ে করেননি কারিশমা। তবে এই বিষয়ে এক সাক্ষাৎকারে তার বাবা রণধীর কাপুর বলেন, আমি ওকে দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো জোর করিনি। আমার মনে হয় না যে সে দ্বিতীয়বার বিয়ে করতে চায়। তবে সে যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে আমি খুশি হবো। পাশেও থাকবো। তিনি আরও বলেন, মা হিসেবে কারিশমার কোনো তুলনাই হয় না। আমি জানি ও তার সন্তানদের নিয়েই সুখী। বর্তমানে কারিশমার দুই সন্তান রয়েছে। ২০০৫ সালে জন্ম নেয় আদাইরা আর ২০১০ সালে জন্ম নেয় কিয়ান। দুই সন্তানকে নিয়ে একাই জীবন কাটাচ্ছেন তিনি। আর এই সন্তানদের ভালোভাবে দেখভালের জন্যই এখন অবধি আর বিয়ে করেননি কারিশমা।

সূত্রঃ মানবজমিন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ