বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রবেশিকা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় আরও বলেন, উপজেলা নির্বাচনে প্রশাসন সারা বাংলাদেশে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। তাই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছেন। সরকার কোন হস্তক্ষেপ কামনা করেনি। কোথাও কোন ধরণের অনাকাঙ্কিত ঘটনা ঘটেনি। নির্বাচনে সকল দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছে। এটা কোন জাতীয় নির্বাচন নয় তাই টেনশন করার কিছুই নেই। দেশের মানুষ আওয়ামী লীগের সাথে আছে, থাকবে।
বিএনপি নেতাকর্মীরা তাদের নিজেদের দলের বড় বড় নেতাদের বিশ্বাস করে না। দেশের মানুষ তাদেরকে প্রত্যাখান করেছে বলেও বলেন তিনি।
এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.নুরুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সূত্র -দৈনিক অধিকার
0 মন্তব্যসমূহ